ইসলামিক ফাউন্ডেশন
মানিকগঞ্জ জেলা কার্যালয়।
লক্ষ্যঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি সেবা সহজলভ্য করে জনগণের জীবন উন্নয়ন সাধন। উদ্দেশ্যঃ সেবা প্রদানের পদ্ধতিগত উৎকর্ষ্ বিধানের মাধ্যমে জনবান্ধব প্রশাসন ব্যবস্থার বিকাশ ঘটা ।
সিটিজেন চার্টার
ক্রম |
প্রদেয় সেবার নাম/বিবরণ |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র/ডকুমেন্ট |
আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবা নির্ধারিত মূল্য |
শাখার নামসমূহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী,কক্ষ নং |
উর্ব্ধতনর্ককর্তার পদবী,কক্ষ নম্বর,ফোন/মোবাইল নম্বর |
০১ |
সকল প্রকার জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদি উদযাপন ও প্রতি আরবী মাসের ২৯ তারিখে চাঁদ দেখা অনুষ্ঠান বাস্তবায়ন । |
নির্ধারিত দিবস ও তারিখে উদযাপন করা হয়ে থাকে। |
সময়ে সময়ে প্রাপ্ত প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক। |
প্রযোজ্য নহে |
প্রযযাজ্য নহে |
সহকারী পরিচালক কক্ষ নং-০২, ফোন নং- ৭৭২০২৭৪ |
উপ-পরিচালক কক্ষ নং- ০১ ফোন নং৭৭১০৬২৪ |
০২. |
সরকারি ব্যবস্থাপনায় হজ্জ গমন্চ্ছেুদের কার্যক্রম । |
অফিস চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্য্ন্ত সরকারি হজ্জ যাত্রীদের প্রাক- নিবন্ধন |
প্রাক-নিবন্ধনের জন্য ছবি ও জাতীয় পরিচয় পত্র । সরকার নির্ধারিত ফি জমাদানের রশিদ । |
জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং ইসলামিক ফাউন্ডেশন, মানিকগঞ্জ । |
বিনা মূল্যে |
সহকারী পরিচালক কক্ষ নং-০২ ফোনঃ ৭৭২০২৭৪ |
|
০৩. |
মসজিদ পাঠাগার প্রতিষ্ঠা, উন্নত পাঠাগার ও আলমারী প্রদান এবং জেলা ও উপজেলা মডেল মসজিদ পাঠাগার কার্যক্রম । |
অর্থ্ বছরের মধ্যে প্রধান কার্যালয় থেকে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে এবং জেলা ও উপজেলা পাঠাগার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে । |
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে । ফরমে বর্ণিত সমূদয় শর্তাবলী পূরণ করা জরুরী । |
মসজিদপাঠাগার কার্যকম শাখা |
বিনা মূল্যে |
অফিস সহকারী কক্ষ নং-০৫ মোবাঃ ০১৭২৮১৩৭৩২৮ |
|
০৪. |
ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদেরকে সুদমুক্ত ঋণ ও এককালীন আর্থিক সাহার্য প্রদান । |
অর্থ বছরের মধ্যে প্রদান কার্যালয় থেকে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে । |
ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য নিশ্চিত হওয়া সাপেক্ষে প্রমাণপত্র,সদস্য অন্তর্ভূক্তির রশিদ,জামিনদার, স্ট্যাম্প ও ছবি । |
বিক্রয় সহকারীর কক্ষ |
বিনা মূল্যে |
বিক্রয় সহকারী কক্ষ নং-০৭ মোবাঃ ০১৯১১-৯৫৯৯৪০ |
|
০৫. |
সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায় ও বিতরণ কার্যক্রম |
অর্থ বছরের মধ্যে প্রধান কার্যালয় থেকে নির্দেশনা ও ফান্ড প্রাপ্তি সাপেক্ষে । |
যাকাত পাওয়ার যোগ্য দুঃস্থ অসহায় ব্যক্তিগণ নির্ধারিত ফরমে উপজেলা কমিটির সুপারিশসহ জেলা প্রশাসক অনুকূলে আবেদন করতে হবে । |
হিসাব রক্ষক |
হিসাব রক্ষক কক্ষ নং-৩ মোবাঃ ০১৭১৩৯৩১৬৫৯ |
হিসাব রক্ষক কক্ষ নংঃ৩ৎমোবাঃ ০১৭১৩৯৩১৬৫৯ |
|
০৬. |
নিয়মিত ইমাম প্রশিক্ষণ/রিফ্রেসার্স্ প্রশিক্ষণ কোর্স্ |
৪৫ দিন ব্যাপী ও ৫ দিন ব্যাপী । |
সকল পরীক্ষা পাশের সনদ, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, পি.পি.ছবি, ইমামতি স্বপক্ষে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র । |
অফিস সহকারী |
বিনা মূল্যে |
অফিস সহকারী কক্ষ নংঃ০৫ মোবাঃ ০১৭২৮১৩৭৩২৮ |
|
০৭. |
ইফাঃ প্রকাশিত বই বিক্রয় কার্যক্রম । |
অফিস চলাকালীন সময়ে প্রতিদিন সকাল থেকে বিকাল ৫টা পর্য্ন্ত। |
আবেদন করার প্রয়োজন নেই । তবে বই ক্রয়ের পর রশিদ ,ক্যাশমেমো অবশ্যই সংগ্রহ করবেন । |
বিক্রয় শাখা |
কমিশনের হার ( সারা বছর ) ১/- থেকে ৫,০০০/- পর্য্ন্ত ২৫%, ৫,০০১/- থেকে ১০,০০০/- পর্য্ন্ত ৩০% এবং ১০,০০১/- টাকা উব্ধেূ ৩৫% । |
বিক্রয় সহকারী কক্ষ নং-০৭ মোবাঃ ০১৯১১-৯৫৯৯৪০ |
|
০৮. |
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক নিয়োগ । |
প্রতি বছর ডিসেম্বর মাসে আবেদন গ্রহণ ও পরীক্ষান্তে ফলাফল প্রকাশ । |
সকল পরীক্ষা পাশের সনদ, নাগরিক সনদ জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি,পিপিছবি, বয়ঃস্তর ভিত্তিক শিক্ষার্থী নামের তালিকা । |
স্ব-স্ব উপজেলা ফিল্ড সুপারভাইজার |
বিনা মূলে |
ফিল্ড অফিসার কক্ষ নংঃ ০৩ মোবাঃ ০১৭১৬-১৩৯২৬০ |
|
০৯. |
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প কেন্দ্র প্রতিষ্ঠা । |
প্রতি বছর অক্টোবর - নভেম্বর মাসে কেন্দ্র স্থাপনের আবেদন গ্রহণ ও কমিটির মাধ্যমে নির্বাচন । |
কেন্দ্র স্থাপনের আবেদন,মসজিদ কমিটি /এলকা বাসির অনাপত্তিপত্র । |
সাদা কাগজে আবেদন |
বিনা মূল্যে |
ফিল্প সুপারভাইজার স্ব-স্ব উপজেলা,উপজেলা মডেল রিসোর্স্ সেন্টার । |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস